মতলব দক্ষিণে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক ৪ যুবক
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও গাঁজাসহ ৪ যুবককে আটক করা হয়েছে। ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) রাত ১টায় উপজেলার নারায়ণপুর এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মেহরাব আমিন সিহাব(১৯),আরিফ হোসেন(৪২),সজিব মজুমদার (৩১) ও আনন্দ চক্রবর্তী (৩০)নামক ৪ যুবককে আটক করা হয়।
এ সময় তাদের ঘর থেকে ৪টি হাতুড়ি, ১ টি চাপাতি,৬ টি চাকু,৩ টি দেশীয় অস্ত্র ( সবাইকেলের চেইন দিয়ে তৈরী),২টি স্মার্ট মোবাইল সেট,২ টি বাটন মোবাইল এবং ২০ গ্রাম গাঁজা উদ্ধার করে যৌথবাহিনী।অভিযানের নেতৃত্ব দেন সেনাবাহিনীর ক্যাপ্টেন মোঃ ইবতেশাম চৌধুরী। পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ জনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২শ টাকা করে জরিমানা করা হয় এবং বয়স কম হওয়ায় ১ জনকে ছেড়ে দেয়া হয় ।
ক্যাপ্টেন মো.ইবতেশাম চৌধুরী বলেন,স্থানীয় গোপন ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে নারায়ণপুর এলাকায় অভিযান চালানো হয় এবং তাদের আস্তানা থেকে দেশীয় অস্ত্র ও গাঁজাসহ ৪ জনকে আটক করে থানায় হস্তান্তর করা হয়।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান মানিক বলেন,উপজেলা প্রশাসন,সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আটক হওয়া ৪ জনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্যাট তাদেরকে ৩ মাসের কারাদণ্ড দেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা বলেন, আটক হওয়া ৪ জনের মধ্যে ৩ জনকে মাদক আইনে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২’শ টাকা করে জরিমানা করা হয় এবং অপ্রাপ্ত বয়সের কারনে একজনকে ছেড়ে দেয়া হয়।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
২৯ জানুয়ারি ২০২৬