Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব দক্ষিণে দুই শিক্ষার্থী বহিষ্কৃত
শিক্ষার্থী

মতলব দক্ষিণে দুই শিক্ষার্থী বহিষ্কৃত

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় আজ বৃহস্পতিবার চলমান এসএসসি পরীক্ষার ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের দায়ে মতলব জেবি পাইলট সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রের আজমির গাজী ও আবদুল্লাহ আল নোমান নামে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তার ওই পরীক্ষাকেন্দ্রের ১ নম্বর কক্ষ থেকে তাদের বহিষ্কার করেন। বহিষ্কৃত ওই দুই পরীক্ষার্থী উপজেলার বোয়ালিয়া উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

সহকারী কমিশনার তাসনিম আক্তার বলেন, পরীক্ষার কক্ষে ওই শিক্ষার্থীরা উত্তরপত্র বদল করে লিখছিল। এ সময় হাতেনাতে তিনি তাদের ধরে ফেলেন। পরে তাদের বহিষ্কার করেন। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়ার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১১ মে ২০২৩