মতলব দক্ষিণে তিন কিশোর আটক, সুইচ গিয়ার ছুরি উদ্ধার

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদর এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকে বুধবার (১০ সেপ্টেম্বর)দুপুরে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো- মতলব পৌরসভা এলাকার আলগিমুকুন্দী গ্রামের আছান পাটোয়ারীর ছেলে সাগর(১৯), শীলমন্দী গ্রামের মনির হোসেন বেপারীর ছেলে মনসুর (১৮) ও পইলপাড়া গ্রামের আবুল মিয়াজীর ছেলে রাকিব (১৯)। আটকৃত ৩ জনের মধ্যে সাগরের দেহ তল্লাশি করে ধারালো একটি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানায়, মতলব বাজারের এনএএম টাওয়ারের সামনে দীর্ঘ সময় অবস্থান করার কারণে এবং তাদের গতিবিধি সন্দেহ হলে স্থানীয় এলাকাবাসীবাসীর সহায়তায় আটক করা হয়।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ ( ওসি) সালেহ আহাম্মদ বলেন, স্থানীয় একটি বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের উত্যক্ত এবং অসৎ উদ্দেশ্যে তারা দীর্ঘসময় ওৎ পেতে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এনএএম টাওয়ারের সামনে অভিযান চালিয়ে ওই ৩ জনকে আটক করা হয় এবং দেহ তল্যাশি করে একজনের সাথে একটি ছুরি পাওয়া যায়।তারা কিশোর গ্যাংয়ের সদস্য। এ ঘটনায় মশচতাদের বিরুদ্ধে দ্রত বিচার আইনে মামলা হচ্ছে।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক/ ১০ সেপ্টেম্বর ২০২৫