‘এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই’ প্রতিপাদ্য বিষয় নিয়ে তারুণ্য উৎসব -২০২৫ উপলক্ষে মতলব সরকারি কলেজ নাঠে ফুটবল টুর্ণামেন্ট এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক ফাতিমা সুলতানা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন।
উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে তারুণ্য উৎসব ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে মতলব সরকারি কলেজের অধ্যক্ষ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) জাবেদ হোসেন চৌধুরী,উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচীব ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফারুক হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মোজাহিদুল ইসলাম কিরণ। উদ্বোধনী খেলায় অংশ নেন মতলব সরকারি কলেজ, আশ্বিনপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ,মুন্সীরহাট কলেজ ও নারাশণপুর ডিগ্রি কলেজ।
এসময় ক্রীড়া সংস্থার সদস্য সাংবাদিক গোলাম সারওয়ার সেলিম, সাংবাদিক শ্যামল চন্দ্র দাস,সাংবাদিক মাহফুজ মল্লিক, ক্রীড়া সংস্থার সদস্য ফয়সাল খন্দকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১৪ জানুয়ারি ২০২৪