চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অবৈধভাবে ফসলি জমিন থেকে ড্রেজার দিয়ে মাটি কাটার অভিযোগে সানাউল্লাহ নামের এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ওই ড্রেজার মেশিন অকেজো এবং পাইপ লাইনগুলোও বিচ্ছিন্ন করে দেয়া হয়।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের উপাদী গ্রামের ফসিল জমি বিনষ্ট করে ড্রেজিং করে মাটি উত্তোলন করার সময় এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুমতাহিনা পৃথুলা।
তিনি বলেন, ফসলি জমিন বিনষ্ট করে বিলের মধ্যে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটছিল ওই ড্রেজার মালিক সানাউল্লাহ।
নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে সেখানে অভিযান চালানো হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ড্রেজার অকেজো করে পাইপ লাইন বিচ্ছিন্ন করে দেয়া হয়। পরে ড্রেজার মালিককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ লঙ্ঘনের অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
তিনি আরো জানান, অবৈধভাবে মাটি উত্তোলনে জড়িত জমির মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে। অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে মতলব দক্ষিণ থানার এসআই সাকিবসহ সঙ্গীয় ফোর্স ও উপজেলা ভূমি অফিসের অফিস সহায়কগণ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/ ৯ অক্টোবর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur