চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের পৌরসভা সংলগ্ন ডিউড্রপ ইন্টারন্যাশনাল স্কুলের ৫ম শ্রেণির বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।গত ২৩ নভেম্বর সকাল সাড়ে দশটায় স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে ডিউড্রপ ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক সাইয়্যেদুল আরেফিন শ্যামলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন মতলব প্রেসক্লাবের সাবপক সাধারণ সম্পাদক ও মাহফুজ ডিজিটাল প্রিন্ট সেন্টারের স্বত্বাধিকারী মাহফুজ মল্লিক।
প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক নজরুল ইসলামের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্যে রাখেন অত্র প্রতিষ্ঠানের সাবেক কো অডিনেটর মাওলানা মোঃ সায়েদ উল্লাহ, ব্যবস্থাপনা কমিটির সদস্য মোঃ জিল্লুর রহমান মামুন, সহকারী শিক্ষক মাহবুব ইমাম। পরে মিলাদ মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল মালেক।
উল্লেখ্য, ২০২৩ সালের ৫ম শ্রেণির শিক্ষা সমাপনি পরীক্ষায় ডিউড্রপ ইন্টারন্যাশনাল স্কুলের ১৫ জন শিক্ষার্থী অংশ নিবে।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২৩ নভেম্বর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur