Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব দক্ষিণে টোল আদায়কারীর  ৩০ হাজার টাকা জরিমানা
টোল

মতলব দক্ষিণে টোল আদায়কারীর  ৩০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরের মতলব  দক্ষিণ উপজেলার ধনাগোদা নদীর উপর দিয়ে  পারাপারের  খেয়াঘাটে রবিবার (২০ এপ্রিল)  বিকাল সাড়ে ৫টায়  অভিযান চালিয়েছে যৌথবাহিনী।

সরকারী তালিকার চেয়ে বেশী টোল আদায় করায় যৌথ বাহিনীর অভিযানের পর ভ্রাম্যমান আদালত  মোঃ নাজির নামে টোল আদায়কারীকে   ৩০ হাজার টাকা  জরিমানা আদায় করেন।

অভিযানের নেতৃত্বে ছিলেন মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্যাট জাবেদ হোসেন চৌধুরী। 

 গোপন ও নির্ভরযোগ্য  তথ্যের ভিত্তিতে  অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করেন। 

উক্ত অভিযানে জনপ্রতি  ৩ টাকার স্থলে ৫ টাকা করে  টোল আদায় করার কারনে  ভ্রাম্যমান আদালতের মাধ্যমে  ০০ হাজার টাকা জরিমানা করা হয়।

 সহকারী কমিশনার (ভূমি)  ও বিজ্ঞ এক্সেকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাবেদ হোসেন  চৌধুরী বলেন  

সরকারিভানে জনপ্রতি  ৩ টাকা টোল নেয়ার কথা থাকলেও তা অমান্য করে জনপ্রতি  ৫ টাকা করে   নেয়ার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

প্রতিবেদক: মাহফুজ মল্লিক,২১ এপ্রিল ২০২৫