চাঁদপুরের মতলব দক্ষিণে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ৩ নভেম্বর জেল হত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১০টায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজল ভট্টাচার্যের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ।
এ সময় বক্তব্য রাখেন নায়েমের মহাপরিচালক অধ্যাপক ড. লোকমান হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা ফারুক বিন জামান, এমএ আজিজ বাবুল, মতলব পৌরসভার কাউন্সিলর আবুল বাশার পারভেজ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্যামল চন্দ্র দাস, মতলব পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক গোলাম হায়দার মোল্লা, উপজেলা আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন বাবুল, মোঃ মাসুম মিয়া।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আল এমরান চৌধুরীসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতী লীগ, শ্রমিক লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন যুবলীগ নেতা মোঃ জাহাঙ্গীর। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক ছাত্রনেতা রিয়াদুল আলম রিয়াদ।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ৩ নভেম্বর ২০২৩