চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় জুয়া খেলার অভিযোগ ৫ জনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে জব্দ করা হয় নগদ ৭৫০ টাকা ও জুয়াখেলার কিছু সরঞ্জাম।
১৭ ফেব্রুয়ারি সোমবার রাত সাড়ে ১১টায় উপজেলার টেমাই গ্রামে অভিযান চালিয়ে পুলিশ এসব জুয়াড়িকে আটক করে।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার ঘোড়াধারী গ্রামের মৃত আঃ খালেক মালের ছেলে মো. মিজান মাল (৫৮), লাকশিবপুর গ্রামের আঃ করিমের ছেলে নবীর হোসেন (২০), টেমাই শিবপুর গ্রামের মোঃ অহিদ খানের ছেলে নুরে আলম (২৫) ও হযরত আলীর ছেলে মো. সুমন (২৬) এবং উত্তর শিবপুর গ্রামের হরে কৃষ্ণের ছেলে কমল চন্দ্র বণিক (৩২)।
থানা পুলিশ জানায় ১৭ ফেব্রুয়ারী রাত ১১ টায় টেমাই গ্রামের খান বাড়ির দক্ষিণ পাশের জনৈক মিজানের ভিটা জমিতে টাকার বিনিময়ে জুয়া খেলার সময় তাদেরকে হাতে নাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়ার সরঞ্জমা জব্দ করা হয়।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার আইচ চাঁদপুর ট াইমসকে বলেন, ‘ওই পাঁচ জুয়াড়ির বিরুদ্ধে আজ (মঙ্গলবার) দুপুরে জুয়া আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
প্রতিবেদক : মাহফুজ মল্লিক, ১৮ ফেব্রুয়ারি ২০২০