স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে ৩ আগস্ট সকাল দশটায় জেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয় ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ,সহকারী কমিশনার ভুমি সেটু কুমার বড়ুয়া, ভাইস চেয়ারম্যান মবিন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু ,অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া,বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান, বিআরডিপির চেয়ারম্যান মোফাজ্জল হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গন্যমান্য ব্যাক্তিরা ।
সভায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযতভাবে উদযাপন উপলক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় ।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ৩ আগস্ট ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur