মতলব দক্ষিণ

মতলব দক্ষিণে জাতীয় মৎস্য সপ্তাহ মূল্যায়ন ও সমাপ্তি

মতলব দক্ষিণে জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মৎস্য অফিসের ও জাতীয় মৎস্য সপ্তাহ- ২০১৮ উদযাপন কমিটির আয়োজনে মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়াম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী রানী দাস তারা, মতলব পৌরসভার প্যানেল মেয়র আবুল বাশার পারভেজ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলাম,

উপজেলা কৃষি অফিসার দিলরুবা খানম, জেলা কৃষকলীগের সভাপতি জয়নাল আবেদীন প্রধান। উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খান, উপজেলা শিক্ষা অফিসার একেএম শহিদুল হক মোল্লা, উপাদী দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা,

খাদেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মনজুর হোসনে রিপন মীর, নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদার, মতলব প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার সেলিম, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, সহ সাংগঠনিক সম্পাদক মাহফুজ মল্লিক, ক্রিয়া সম্পাদক গোলাম হায়দার মোল্লাসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সুধীজন।

সভায় জাতীয় মৎস্য সপ্তাহ সফলভাবে সম্পন্ন হওয়ায় মতলব দক্ষিণ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমাসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানানো হয়।

প্রতিবেদক : মাহফুজ মল্লিক

Share