মতলব দক্ষিণে জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবসে র‌্যালি ও সভা

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস পালিত হয়েছে। ২ মে মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস উপলক্ষে আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মহিবুল্লাহ সৌরভের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস।

এসময় আরো বক্ত্যব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাজীব কিশোর বনিক, মতলব প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস। আলোচনা শেষে আনন্দ ঘন পরিবেশ কেক কাটার মধ্যে দিয়ে জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস পালন করা হয়। এর পূর্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্্যালী বের হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় এসে সমাপ্ত হয়।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২ মে ২০২৩

Share