Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব দক্ষিণে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
মৎস্য

মতলব দক্ষিণে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড শামসুল আলম মোহন বলেছেন, দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে মৎস্য সম্পদের গুরুত্ব, মৎস্যসম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা, মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধি ও যথাযথ ব্যবস্থাপনায় অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে জনগণকে সম্পৃক্ত করার প্রত্যয়ে প্রতি বছরের ন্যায় এবারও জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হচ্ছে। বিলুপ্ত হওয়া দেশীয় মাছ ফিরিয়ে আনার পাশাপাশি মাছের আকার ও স্বাদ ফিরিয়ে আনার জন্য কাজ করতে হবে। মাছের অভায়শ্রম বাড়াতে হবে। অভায়শ্রম থেকে মা ও পোনা মাছ ধরা বন্ধে মানুষকে সচেতন করতে হবে। সচেতনতাকে গবেষণার অংশ হিসেবে নিয়ে আসতে হবে। “নিরাপদ মাছে ভরবো দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই স্লোগানকে প্রতিপাদ্য করে মতলব উত্তর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ’২৩ (২৫ জুলাই-৩১ জুলাই) পালিত হয়। ২৫ জুলাই মতলব দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তন উপজেলা পর্যায়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, নিরাপদ ও স্বাস্থ্য সম্মতভাবে মাছ চাষ করা প্রয়োজন। পরিকল্পিত ও আধুনিক প্রযুক্তিতে মৎস্য চাষ করে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখুন। তিনি বলেন, দেশের মানবসম্পদকে কাজে লাগিয়ে মৎস্য খাতের উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনীতি সমৃদ্ধ করাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার ইয়াসিন আরাফাত, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, পিআরডিবির চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন, মতলব পৌরসভার কাউন্সিলর আবুল বাসার পারভেজ, খাদেরগাঁও উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মোল্লা, মৎস্য চাষী মনোরঞ্জন সরকার ও বিকাশ। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস। আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করা হয়।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২৬ জুলাই ২০২৩