মতলব দক্ষিণে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৯ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা -২০২৫ অনুষ্ঠিত হয়। জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময় এ প্রতিপাদ্য নিয়ে সোমবার বিকাল ৩ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গাউসুল আজম পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা বলেন , দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান অলিম্পিয়াড মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীরা তাদের নতুন উদ্ভাবনী বিষয় নিয়ে ১২টি স্টলের মাধ্যমে তাদের নতুন উদ্ভাবনী বিষয়গুলো প্রদর্শনের ব্যবস্থা করেছেন।দিন ব্যাপী প্রদর্শন শেষে সেরা ক্ষুদে বিজ্ঞানীদের পুরস্কৃত করা হয়েছে। আগামী দিনে এই ক্ষুদে শিক্ষার্থীরা তাদের জ্ঞান ও চিন্তা চেতনাকে কাজে লাগিয়ে নতুন কিছু আবিষ্কার করতে পারবে বলে আশা করছি।

এসময় উপস্থিত ছিলেন নওগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শিব্বির আহমেদ, মতলবগন্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোঃশাহআলম,নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি গেলাম সারোয়ার সেলিম, সাবেক সাধারন সম্পাদক মাহফুজ মল্লিক, গোলাম হায়দার মোল্লা প্রমুখ।

মেলায় উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের ১২টি স্টল অংশ নেয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে ক্ষুদে বিজ্ঞানীদের আবিস্কৃত যন্ত্রপাতি ঘুরে দেখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানাসহ অতিথিরা। এ সময় পরিদর্শনকালে তিনি বলেন, ক্ষুদে শিক্ষার্থীরা নিজেদের আবিস্কৃত উদ্ভাবনী যন্ত্রপাতি তৈরী করে প্রদর্শন করেছেন। এটি খুবই চমৎকার। তাদের মেধা-বিকাশে দেশের জন্য কল্যাণ বয়ে আনবে বলে আশা করেন তিনি। অংশগ্রহণকারী ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে স্কুল পর্যায়ে প্রথম হয়েছে মতলবগন্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়,দ্বিতীয় হয়েছে আশ্বিনপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ,তৃতীয় হয়েছে নওগাঁও উচ্চ বিদ্যালয় এবং কলেজ পর্যায়ে প্রথম হয়েছে মতলব সরকারি কলেজ, দ্বিতীয় হয়েছে নারায়ণপুর ডিগ্রি কলেজ, তৃতীয় হয়েছে রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজ। বিকেলে প্রতিষ্ঠান প্রধানদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২০ জানুয়ারি ২০২৪