মতলব দক্ষিণ

মতলব দক্ষিণে জাতীয় উন্নয়ন মেলা উদ্বোধন

চাঁদপুর মতলব দক্ষিণে উপজেলা প্রশাসনের আয়োজনে ৩ দিন ব্যাপী চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা বৃহস্পতিবার (৪ অক্টোবর) উদ্বোধন করা হয়।

উপজেলা পরিষদ গেইটে ফিতা কেটে তিন দিনের উন্নয়ন মেলার উদ্বোধন করেন দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের সচিব মো. শাহ কামাল। উদ্বোধন শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে আয়োজিত উন্নয়ন মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন।

অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহাবুবুল আলমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের সচিব মো. শাহ কামাল।

তিনি বর্তমান সরকারের বিভিন্ন বিভাগের উন্নয়ন কর্মকান্ডের উপর গুরুত্বপূর্ন আলোচনা করেন এবং তা তুলে ধরেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি এএইচএম গিয়াস উদ্দিন, সাধারন সম্পাদক বিএইচ কবির আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মো. শাহ আলম, কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, প্রানী সম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুর রহিম খান, উপজেলা শিক্ষা অফিসার মো. শহীদুল হক মোল্লা, পল্লী বিদ্যুৎ সমিতি মতলব দক্ষিণের ডিজিএম প্রকৌশলী দীলিপ চন্দ্র চৌধুরী, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা ফারহানা আক্তার রুমাসহ সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক ও উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ। আলোচনা সভা শেষে মতলব দক্ষিণ উপজেলা বিভিন্ন শিল্পগোষ্ঠির যৌথ পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আ.লীগের সহ-সভাপতি দেওয়া মো. রেজাউল করিম।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক
৪ অক্টোবর,২০১৮

Share