মতলব দক্ষিণ উপজেলায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার (২৫ আগস্ট) শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে পূজা অর্চনা, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১০ টায় বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন।
শোভাযাত্রা শেষে মন্দিরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ শাখার সভাপতি কাউন্সিলর কিশোর কুমার ঘোষ ।
সভা পরিচালনা করেন পূজা উদ্যাপন পরিষদের যুগ্ম- সাধারণ সম্পাদক বাদল নন্দী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শহীদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রাণী দাস (তারা) ও থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ কুতুব উদ্দিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রী শ্রী জগন্নাথ মন্দির কমিটির সহ-সভাপতি অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক রাধা কৃষ্ণ সাহা, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি গণেশ ভৌমিক, সাধারণ সম্পাদক সুধমা চন্দ্র সাহা, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চন্দন সাহা, সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার ঘোষ, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি সুকুমার ঘোষ, জগন্নাথ মন্দির কমিটির অর্থ সম্পাদক কানাই লাল সাহা, সদস্য নরেশ সাহা প্রমুখ।
অনুষ্ঠান শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
মতলব দক্ষিণ করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ৯:৪০ পিএম, ২৫ আগস্ট ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ