বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসাইন খান নিখিল সম্পর্কে মরহুম সাদেক হোসেন খোকার ছেলে ইশরাকের ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য প্রতিবাদে মতলব দক্ষিন উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের উদ্যেগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
৪ এপ্রিল মঙ্গলবার বিকাল ৩টায় মতলব দক্ষিণ উপজেলা সদরের স্থানীয় রিক্সা স্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে সমাপ্ত হয়। পরে দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি অনিক পাটোয়ারীর সভাপতিত্বে ও পৌর ছাত্রলীগের সভাপতি গোলাম রাব্বির পরিচালনায় বক্তব্য রাখেন বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড এবং মতলব সরকারি কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ। ছবির ক্যাপসনঃ কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল সম্পর্কে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যর প্রতিবাদে মতলব দক্ষিণে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল বের হয়।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ৪ এপ্রিল ২০২৩