Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব দক্ষিণে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
ছাত্রদলের

মতলব দক্ষিণে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঐতিহ্য গৌরব ও সংগ্রামের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে রবিবার রাত ১২টা এক মিনিটে মতলব পৌর ছাত্রদল নেতা ফয়সাল খন্দকারের নেতৃত্বে মতলব আদর্শ স্কুল মাঠে মিলাদ দোয়াও ফানুশ উত্তোলনে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা এবং গণতন্ত্র পুনঃ উদ্ধারে দেশব্যাপী চলমান আন্দোলনে শহীদদের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, যুবদল নেতা আমির খান, পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক রোমান, সাবেক প্রচার সম্পাদক সজিব, রাসেল প্রধান, শরিফ হোসেন, দিপু আহমেদ মিয়াজী, শুভ সরকার, মতলব ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা সুমন প্রধান, ফয়সাল খান, সিয়াম, হিমেল হোসাইন, ফাহিম, ইব্রাহিম, রাহান, আশিক, ইমরান সহ মতলব দক্ষিণ উপজেলা পৌর ও কলেজ শাখা ছাত্রদলের প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১ জানুয়ারি ২০২৩