চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ককে ভারপ্রাপ্ত আহবায়ক এবং মতলব সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত আহবায়ক কমিটিসহ উপজেলা কয়েকট শিক্ষা প্রতিষ্ঠান ইউনিট ছাত্রদলের কমিটি ঘোষণা করায় কেন্দ্রীয় ও চাঁদপুর জেলা ছাত্রদলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে স্বাগত মিছিল করা হয়। আজ শনিবার (৩০ আগস্ট ২০২৫) বিকেলে মতলব দক্ষিন উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আয়োজনে নবগঠিত কমিটিসহ ছাত্রদলের নেতৃবৃন্দ এ স্বাগত মিছিল করেন।
স্বাগত মিছিলটি মতলব সরকারি কলেজ গেইট হইতে শুরু হয়ে মতলব শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে এনএএম টাওয়ারের সম্মুখে সমাপ্ত হয়।
পরে আলোচনা সভায় উপজেলা ছাত্রদলের আহবায়ক (ভারপ্রাপ্ত) মোঃ জুয়েল হোসাইনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নবীর হোসেন বাবু ও পৌর ছাত্রদল নেতা মোঃ ফয়সাল খন্দকারের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম শিফাত, মতলব সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ তামজীদ আহম্মেদ, নারায়নপুর কলেজ ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলাম হিরা, মতলব সরকারি কলেজের যুগ্ম আহবায়ক নাজমুল ইসলাম, মোঃ শাওন, মতলব দারুল উলুম ফাজিল মাদ্রাসার সভাপতি জাহিদ হাসান সুমন, সাধারণ সম্পাদক তানভীর হোসেন উজ্জ্বল, ঘোড়াধারী মাদ্রাসার সভাপতি মুরসালিন খান, মতলব সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক জোবায়ের হোসেন, পৌর ছাত্রদল নেতা দীপু আহম্মেদ মিয়াজী, নুরুজ্জামান সরকার রজিব, ফরহাদ হোসাইন, ইয়াছিন আরাফাত শুভ, আসিফ প্রধান, নুরে আলম প্রমুখ।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/ ৩০ আগস্ট ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur