চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে। প্রায় ২ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে তিনতলা ভবনের নির্মাণ কাজ আগামী এক বছরের মধ্যে সম্পন্ন হবে জানান সংশ্লিষ্টরা।
মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলায় দুটি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ কাজের টেন্ডার একই সময়ে হলেও মতলব দক্ষিণে ভবন নির্মাণের জায়গা সংক্রান্ত জটিলতায় এর নির্মাণ কাজ দুই বছর পিছিয়ে গিয়েছে বলে জানান উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শহিদ উল্লাহ ছায়েদ।
পরে শনিবার (১৫ এপ্রিল) দুপুর ২টায় মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে শুরু হয়েছে।
মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের সময় উপজেলা সহকারী নির্বাহী প্রকৌশলী জাহিদ হোসেন, মতলব দক্ষিণ মুক্তিযোদ্ধা কমান্ডার শহিদ উল্লাহ ছায়েদ, ডেপুটি কমান্ডার বশির উল্লাহ সরকার, সহকারি কমান্ডার (দপ্তর ও পাঠাগার) আলহাজ্ব আরিফুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাজান সরকার, পৌর ডেপুটি কমান্ডার বিভূতি ভূষণ সরকার, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, কামাল আহমেদ, আইয়ুব আলী বেপারী, নুরুল আলম বকাউল,শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী প্রকৌশলী মো.শাহ আলম চাঁদপুর টাইমসকে বলেন, ভবনের নির্মাণ কাজ বহু আগেই শেষ হত, যদি না স্থান নিয়ে জটিলতা সৃষ্টি না হতো। আশা করি এক বছরের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে।’
প্রতিবেদক- পলাশ রায়
আপডেট, বাংলাদেশ সময় ২: ১৩ এএম এএম, ১৮ এপ্রিল ২০১৭, মঙ্গলবার
ডিএইচ