মতলব দক্ষিণ

মতলব দক্ষিণে চরবাইশপুর সপ্রাবিতে মহিলা সমাবেশ

চাঁদপুর জেলা তথ্য অফিসের আয়োজনে মঙ্গলবার (৮ মে) বেলা ১১ টায় মতলব দক্ষিণ উপজেলার ৩৩নং চরবাইশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মুফতি মোরশেদ আলম সিরাজীর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোঃ নুরুল হক।

প্রধান অতিথির বক্তব্যে জেরা তথ্য অফিসার বলেন, জঙ্গিবাদ, বাল্য বিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন, মাদক নির্মুলে সামাজিক প্রতিরোধের বিকল্প নেই। এ ব্যাপারে সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। এক্ষেত্রে মায়েদের ভুমিকা সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ।

এছাড়া সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগনকে অবহিত ও সম্পৃক্তকরনের প্রচার এবং উদ্বুদ্ধকরণ কার্যক্রম উন্নয়নের লক্ষ্যসমূহ (এসডিজি), ভিশন ২০২১ এর লক্ষ্য অর্জন সমূহ প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব প্রেসক্লাবের সভাপতি রোটাঃ গোলাম সারওয়ার সেলিম, সহ-সাংগঠনিক সম্পাদক রোটা. মাহফুজ মল্লিক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক মোয়াজ্জেম হোসেন, আফরোজা ইয়াসমিন, ম্যানেজিং কমিটির মহিলা সদস্য শিখা আক্তার, পবিত্র কোরআন তেলোয়ার করেন শিক্ষার্থী আফরিন আক্তার ও গীতা পাঠ করেন শিক্ষার্থী শান্ত চক্র।

প্রতিবেদক : মাহফুজ মল্লিক

Share