Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব দক্ষিণে গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন
গোল্ডকাপ

মতলব দক্ষিণে গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী আশ্বিনপুর স্কুল এন্ড কলেজ মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কণিষ্ঠ প্রয়াত পুত্র, আরাফাত রহমান কোকোর স্মরনে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে হাজারও দর্শকদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কচুয়ার কৃতি সন্তান, বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ব্যাবস্থাপনা পরিচালক মো : রফিকুল ইসলাম রনি। ধনিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো: নূরুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো: কাইয়ুম হোসেন বৈদ্যু’র সার্বিক আয়োজনে ও ব্যবস্থাপনায় ফাইনাল টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ থানার ওসি মোঃ সালেহ আহমেদ, কচুয়া উপজেলা উত্তর বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক এজিএস মো. ইউসুফ মিয়াজী।

অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি মো: আবদুল মজিদ তালুকদার, নারায়ণপুর ডিগ্রি কলেজ গভর্নিংবডির সভাপতি মো: মাসুদ হাজী, কচুয়া উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো: মনির হোসেন, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান বৈদ্য, সাবেক সভাপতি মানিক তালুকদার, মতলব দক্ষিণ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক শাহরিয়ার হোসেন বৈদ্য, কচুয়া উপজেলা ছাত্রদলের যুগ্ন সাধারন স¤পাদক মো: শাহরিয়ার সরকার সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, স্থানীয় অধিবাসী সাইয়িদ হোসেন, ছাত্রদল নেতা শান্ত হোসেন, হালিম হোসেন, মেহেদী খান,শাকিল মিয়াজীসহ আরো অনেকে। উক্ত ফাইনাল টুনামেন্টে কচুয়ার শাসনপাড়া কাজী মরিয়ম একাডেমি ৩ গোলে ছেংগারচর পৌর কিংস ইলেভেন কে হারিয়ে চ্যা¤িপয়ন অর্জন করেছে ।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২০ এপ্রিল ২০২৫