Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব দক্ষিণে গণটিকা নিলেন ১৫ হাজার
গণটিকা

মতলব দক্ষিণে গণটিকা নিলেন ১৫ হাজার

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় উৎসবমুখর পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে করোনা ভাইরাসের প্রথম ডোজ টিকা নিয়েছে সাধারণ জনগণ। শনিবার (২৬ ফেব্রুয়ারি) মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনায় এই টিকা কার্যক্রম পরিচালিত হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সরকার ঘোষিত একদিনে এক কোটি টিকা প্রদান কর্মসূচির আওতায় মতলব দক্ষিণ উপজেলায় সাত হাজার দুইশত ডোজ টিকা প্রদানের বরাদ্দ আসে। উপজেলা বাসীকে নির্বিঘ্নে প্রথম টিকা প্রদানের জন্য ১২ টি স্থায়ী এবং ৮ টি ভ্রাম্যমান সহ মোট ২০ টি টিকা কেন্দ্রের মাধ্যমে টিকা দেয়া হয়।

জানা যায়, পর্যাপ্ত টিকা মজুদ থাকায় ১৫ হাজার লোকজনকে গনটিকা কর্মসূচীতে টিকা নিয়েছেন। এছাড়া আগামী দুই দিনে আরও চার হাজার মানুষকে টিকা দেওয়ার ব্যবস্থা রয়েছে।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুসরাত জাহান মিথেন বলেন, জনগণের উপস্থিতি থাকা পর্যন্ত টিকা কেন্দ্র গুলোতে শান্তিপূর্ণ পরিবেশে টিকা দেওয়া হয়েছে। টিকা নিতে আসা মানুষের আগ্রহ দেখে সরকার এ কার্যক্রম আরো দুই দিন সময় বাড়িয়েছে। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সপ প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ যথারীতি লোকজন দিতে পারবে।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২৬ ফেব্রুয়ারি ২০২২