চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বাবুরপাড়া গ্রামের একটি খাল থেকে বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে আমির হামজা নামের সাড়ে ৩ বছরের শিশুর লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এক পথচারী। শিশুটি উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের ঘোড়াধারী গ্রামের গোলাম মোস্তফা মিয়াজি ছেলে।
হাসপাতাল ও প্রত্যক্ষদর্শীরা জানান, মানিক মিয়াজী নামক এক পথচারী বাবুরপাড়া গ্রামের ছৈয়াল বাড়ীর পাশে খালের মধ্যে আজ সকাল আনুমানিক দশটায় ভাসমান অবস্থায় ওই শিশুর লাশ দেখতে পেয়ে সেখান থেকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আমির হামজার খালা জান্নাত আক্তার বলেন,আমির হামজা ও তার খালাত ভাই৷ ( একই বয়সী) আব্দুর রহমান সকাল দশটায় বাড়ীর পাশের খালে গোসল করতে যায়।হঠাৎ করে আমির হামজা ডুবে যায়। আব্দুর রহমান বাড়ীতে গেলে তার সাথে আমির হামজাকে না দেখে সবাই খুজতে খুজতে থাকে।প্রায় একঘন্টা পর সংবাদ পায় তাদের বাড়ীর প্রায় আধা কিলোমিটার দুর খাল থেকে আমির হামজাকে উদ্ধার করে মতলব সরকারি হাসপাতালে নিয়ে গেছে এবং সেখানে গিয়ে জানতে পারে সে মারা গেছে। তার মা শারিরীকভাবে খুবই অসুস্থ এবং বাবা সেলসম্যান হিসেবে চাকুরী করছেন। বাবুরপাড়া তার নানার বাড়ী।ঈদ উল ফিতরের আগের দিন মা সহ বেড়াতে আসেন।
হাসপাতালের ডিউটি ডাক্তার অভি বলেন,শিশুটি এখানে নিয়ে আসার আগেই মারা গেছে।
থানার অফিসার ইনচার্জ সালেহ আহমেদ বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু ডায়েরি হয়েছে। তাদের আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক,১০ এপ্রিল ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur