Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব দক্ষিণে ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষীদের মাঝে মাছের খাদ্য বিতরণ

মতলব দক্ষিণে ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষীদের মাঝে মাছের খাদ্য বিতরণ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ২০২৪-২০২৫ অর্থবছরে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত প্রান্তিক মৎস্য চাষীদের মাঝে মাছের খাদ্য বিতরণ করা হয়।

১৯ জুন দুপুরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের মাঝে মাছের খাদ্য বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন।

তিনি বলেন, অতিবৃষ্টির কারনে মতলব দক্ষিণ উপজেলার অনেক মৎস্য চাষীরা ক্ষতিগ্রস্থ হয়। এরমধ্যে বেশি ক্ষতিগ্রস্থ ৬০ জন চাষীকে সরকারি প্রনোদনার আওতায় ২৫ কেজি করে মৎস্য খাবার দেওয়া হয়েছে। চাষীদের ক্ষতির তুলনায় এ প্রনোদনা হয়তো কিছুই না। তবে, সরকার মৎস্য চাষীদের পাশে আছে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ আহমেদ, মতলব সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক আইনুন নাহার কাদরী, মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, মতলব প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম সারওয়ার সেলিম। পরে ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষীদের মাঝে মাছের খাদ্য বিতরণ করা হয়।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক,১৯ জুন ২০২৫