মতলব দক্ষিণে ক্রীড়া সংস্থার সভা
মতলব দক্ষিণ উপজেলা সংস্থার এডহক কমিটির সভা ৮ সেপ্টেম্বর সোমবার বিকাল ৪ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা,কমিটির সদস্য মেজবাহউদ্দিন মেজু, মুজাহিদুল ইসলাম কিরণ, গোলাম সারওয়ার সেলিম,মো.মিজানুর রহমান কাজল,ফয়সাল খন্দকার। সভায় আসন্ন জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলার ক্রীড়া সংস্থাকে গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের বিষয় বিস্তারিত আলোচনা করা হয়।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/ ৯ সেপ্টেম্বর ২০২৫