চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে গত ১১ সেপ্টেম্বর মতলব নিউ হোস্টেল মাঠে ৫০ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাসের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম আলোকেের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রাণকৃষ্ণ দেবনাথ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার আছিয়া আক্তার।
এসময় বক্তব্যে রাখেন মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম, মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কবির হোসেন,বহরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান, আধারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসহাক মিয়া, মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম সারওয়ার সেলিম,সাবেক সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিক প্রমুখ।
পরে প্রধান অতিথি গ্রীষ্মকালীন প্রতিযোগিতার বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১২ সেপ্টেম্বর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur