বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা শাখার কমিটি ঘোষনা করা হয়েছে। ডিউ ড্রপ ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক সাঈয়েদুল আরেফিন শ্যামলকে সভাপতি, উদয়ন কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক জাকির হোসেনকে সাধারণ সম্পাদক ও নারায়নপুর ব্রাইট কিন্ডারগার্টেনের পরিচালক প্রভাষক কামরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে মতলব দক্ষিণ উপজেলার ক্যামব্রিয়ান স্কুল মিলনায়তনে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মতলব দক্ষিণ উপজেলা শাখার কমিটি গঠনকল্পে এক সভা অনুষ্ঠিত হয়। মতলব ক্যামব্রিয়ান স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ডিএম আলাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলার সভাপতি সোহরাব হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক নিয়াজ মোর্শেদ। এসময় মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা শেষে৷ সকলের মতামতের ভিত্তিতে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মতলব দক্ষিণ উপজেলা শাখার কমিটি ঘোষনা করেন চাঁদপুর জেলা শাখার সভাপতি শোহরাব হোসেন।
কমিটির অন্যান্য পদে যারা রয়েছেন সহ-সভাপতি ক্যামব্রিয়ান স্কুলের পরিচালক ডিএম আলাউদ্দিন,,মুন্সিরহাট মর্ণিংসান স্কুলের পরিচালক সহযোগী অধ্যাপক তাজুল ইসলাম,যুগ্ম সাধরণ সম্পাদক উদয়ন কিন্ডারগার্টেনের পরিচালক রুহুল আমিন মৃধা, নারায়নপুর আলআমিন মাল্টিমিডিয়া স্কুলের আলআমিন, নতুনকুঁড়ি একাডেমির পরিচালক সাংবাদিক ইদ্রিস খাঁন, ,নারায়নপুর উইজডম সেন্ট্রাল স্কুলের পরিচালক প্রভাষক নেয়ামত উল্লাহ সরকার, অর্থ সম্পাদক সাইমুন কিন্ডারগার্টেনের পরিচালক মাসুদ আহমেদ,তথ্য ও প্রযুক্তি সম্পাদক জোরপুল শিশু মেলার আরিফুল ইসলাম খাঁন,মহিলা সম্পাদক নারায়নপুর আলবারাকা স্কুলের ফাতেমা ফারিয়া, মতলব ক্যামব্রিয়ানের জোহরা জান্নাত।
আগামী সাত দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ হবে বলে জানিয়েছেন নতুন সভাপতি সাঈয়েদুল আরেফিন শ্যামল।এ সময় নতুন কমিটি তাদের দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেছেন।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক,
১৬ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur