মতলব দক্ষিণে কাপড় ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব দক্ষিণ উপজেলা শাখার সদস্য ও মতলব বাজার কাপড় ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মোঃ সফিকুল ইসলাম ও তার ছোট ভাই বাদলের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে  বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বুধবার ( ২ এপ্রিল) বেলা এগারোটায় মতলব বাজার সাই জামে মসজিদ প্রাঙ্গনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব দক্ষিণ উপজেলা শাখা এবং ব্যবসায়ী ও সর্বস্তরের জনগণের উদ্যেগে মানববন্ধন  অনুষ্ঠিত হয়।

 ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব দক্ষিণ উপজেলা শাখার সদস্য ও মতলব বাজার কাপড় ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মোঃ সফিকুল ইসলাম ও তার ছোট ভাই বাদলকে হত্যার উদ্দেশ্যে দিনে দুপুরে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে এ মানববন্ধন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব দক্ষিণ উপজেলার নেতৃবৃন্দ, মতলব বাজারের  ব্যবসায়ী  ও এলাকাবাসী। 

মতলব  বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ফয়সাল সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি আফছার উদ্দিন, উপজেলা শাখার সভাপতি মাওলানা আনছার উদ্দিন, বনিক সমিতির সহ-সভাপতি মজিবুর রহমান সরকার, আব্দুল হান্নান অপু, সাবেক সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন প্রধান, ক্যামিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সাধারণ মোঃ জসিম উদ্দিন, বনিক সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গনেশ ভৌমিক, ব্যবসায়ী মিরান হোসেন মিয়াজী প্রমুখ। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মতলব বাজার শাহী জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে মতলব দক্ষিণ থানা প্রাঙ্গনে সমাপ্ত হয়। এ সময় মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ আহম্মেদ উত্তেজিত জনতাকে শান্ত করে আসামীদের দ্রæততম সময়ের মধ্যে গ্রেপ্তার করার আশ্বাস প্রদান করেন। 

এ সময় মতলব বাজারের ব্যবসায়ীবৃন্দ, সুধীজন, রাজনৈতিক ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, গত ২৯ মার্চ দুপুরে মতলব বাজারে সন্ত্রাসী হেলাল ও এমসি হৃদয়সহ সহযোগিরা এ ব্যবসায়ীর উপর দিনে দুপুরে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে গুরুতর আহত করে। পরে ভুক্তভোগিরা মতলব দক্ষিণ থানায় একটি মামলা করেন। 

প্রতিবেদক:মাহফুজ মল্লিক,২ এপ্রিল ২০২৫

Share