মতলব দক্ষিণে কম্বল নিয়ে ছিন্নমূল মানুষের পাশে ইউএনও

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা ছিন্নমূল গরীব, অসহায় হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা সুলতানা। মতলব দক্ষিণ উপজেলায় জেলা প্রশাসকের বরাদ্দকৃত ১০১০টি কম্বল এবং অত্র উপজেলায় বরাদ্দকৃত ৩ লক্ষ টাকায় ক্রয়কৃত ৬’শটিসহ ১৬১০ টি কম্বল বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম জানান, কম্বল ক্রয়ের জন্য মতলব দক্ষিণ উপজেলার আরও ২লক্ষ টাকা, মতলব পৌরসভা এলাকার জন্য ২ লক্ষ টাকা , নারায়নপুর পৌরসভা এলাকার জন্য ১ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে । ওই টাকায় দ্রুত সময়ের মধ্যে কম্বল ক্রয় করে বিতরণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা বলেন, গরীব, অসহায় এবং ছিন্নমুল মানুষের দ্বারে দ্বারে গিয়ে কম্বল বিতরণ করা হয়। তিনি আরো বলেন,এবারের কম্বলগুলো মানসম্মত। কম্বল বিতরণের ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হয়েছে এতিম, প্রতিবন্ধী, বয়োবৃদ্ধ, বিধবা ও স্বামী পরিত্যক্তা অসহায় নারীদের। মানসম্মত কম্বল পেয়ে খুশী হতদরিদ্র পরিবারগুলো।

প্রায় রাতেই তিনি জেলে, পল্লী, আশ্রায়ন প্রকল্পের হতদরিদ্র পরিবার ও ভাসমান ভবঘুরের হাতেও কম্বল তুলে দিচ্ছেন। এসময় সাথে ছিলেন মতলব দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার ( ভুমি) জাবেদ হোসেন চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক,৬ জানুয়ারি ২০২৪

Share