মতলব দক্ষিণে কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া সম্পন্ন

মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী শিশু সংগঠন মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলা পরিচালিত কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা, প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ও সকল শ্রেণির মেধাবী শিক্ষাথর্ীদের পুরস্কার প্রদান করা হয়।

৪ জুন স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপত্বিত করেন স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি ও কচি-কাঁচার মেলার সভাপতি মাকসুদুল হক বাবলু। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্কুল পরিচালনা পর্ষদের সদস্য ও কচি-কাঁচার মেলার সহ-সভাপতি দেওয়ান রেজাউল করিম, স্কুল পরিচালনা পর্ষদের সম্পাদক ফারুক-বিন-জামান, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা কাদরী, স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল, কচি-কাঁচার মেলার সহ-সভাপতি ফররুখ আহমেদ চৌধুরী মিনার, স্কুল পরিচালনা পর্ষদের সদস্য গোলাম সারওয়ার সেলিম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুলের শিক্ষক কামরুল হাসান নিপু। পরে অতিথিবৃন্দ স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ী, প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ও সকল শ্রেণির মেধাবী শিক্ষাথর্ীদের মাঝে পুরস্কার প্রদান করেন। এ সময় মেলার ও স্কুলের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষাথর্ী শিক্ষকমন্ডলী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন ।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক,৪ জুন ২০২৩

Share