মতলব দক্ষিণে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায়  ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত হয়েছে।সকাল ৭টায়  দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

পরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের  সভাপতি মোঃ লিয়াকত আলী প্রধান  ও পরিচালনা করেন   সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ। 
এসময় বক্তব্য রাখেন আ’লীগ,যুবলীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দ। বক্তারা বলেন,১৯৭১ সালে এই দিনে  রমনার রেসকোর্স  ময়দানে  ( বর্তমান সোহরাওয়র্দী উদ্যানে) জনসমুদ্রে দাড়িয়ে রাজনীতর অমর কবি মহাকাব্যের কবিতার মধ্যদিয়ে বাঙালির স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের ডাক দেন স্বাধীন বাংলার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান । 

আর সেই ঐতিহাসিক ৭ মার্চ  উপলক্ষে মতলব দক্ষিন উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সকাল ৮টায় বঙ্গবন্ধুর  প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতা কর্মীরা ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের  সাবেক সহ সভাপতি কাজল ভট্টাচার্য্য, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, এমএ আজিজ বাবুল, সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, ভাইস চেয়ারম্যান মবিন সুজন , আওয়ামীলীগ জসিম উদ্দিন মৃধা, ফারুক আহম্মেদ বাদল, বাদল নন্দী, কমল পোদ্দার,  নেতা হানিফ চৌধুরী, রেহান মিয়াজী, মিজানুর রহমান মিয়াজী, জহির খান, কালাম মিয়াজী, লোকমান হোসেন বাবুল, আবুল বাসার পারভেজ মিয়াজী, জেলা ছাত্রলীগের সহ সভাপতি নাইমুল হাসান শুভ্রসহ আওয়ামিলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন । উক্ত অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন অহিদুজ্জামান মৃধা ।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ৭ মার্চ ২০২২

Share