বৃহস্পতিবার (১০ এপ্রিল) শুরু হচ্ছে কুমিল্লা,ঢাকাসহ বিভিন্ন শিক্ষাবোর্ডের অধীনের এসএসসি ও সমমানের পরীক্ষা। মতলব দক্ষিণ উপজেলায় এসএসসি, এসএসসি ভোকেশনাল ও দাখিল পরীক্ষায় ৭ টি কেন্দ্রে মোট ২ হাজার ৩শ ৯৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষায় ৪ টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮২২ জন,এসএসসি ভোকেশনাল ১ টি কেন্দ্রে মোট পরীক্ষাথীর সংখ্যা ১৯৩ জন এবং দাখিল পরীক্ষায় ২ টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫৩৬ জন।
তন্মোধ্যে মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও (ভেন্যু কেন্দ্র) মতলবগন্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১২ টি বিদ্যালয়ের মোট পরীক্ষার্থী ৮২২ জন।বিজ্ঞান বিভাগের ৪২১ জন,মানবিক বিভাগের ২০১ জন এবং ব্যবসা শিক্ষায় ২০০ জন,নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয় এবং ( ভেন্যু কেন্দ্র) নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪ টি বিদ্যালয়ের ২৮২ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগের ১২২ জন, মানবিক বিভাগের ৫৩ জন এবং ব্যবসা শিক্ষায় ১০৭ জন, আলহাজ্ব তোফাজ্জল হোসেন ঢালী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৩১ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগের ১৩২ জন, মানবিক বিভাগের ৫৫ জন এবং ব্যবসা শিক্ষায় ৪০ জন , আশ্বিনপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে টি বিদ্যালয়ের ৩৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগের ১২১ জন মানবিক বিভাগের ৫৩ জন ও ব্যবসা শিক্ষা বিভাগের ১৬০ জন। ভোকেশনাল শাখার মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনটি বিদ্যালয়ের মোট পরীক্ষার্থী ১৯৩ জন।
অপরদিকে দাখিল পরীক্ষায় মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৮টি মাদ্রাসার মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৪১জন , মানবিক বিভাগের ২০৭ জন ও বিজ্ঞান বিভাগের ৩৪ জন এবং ঘিলাতলী ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৭টি মাদ্রাসার ২৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে মানবিক বিভাগের ২৯৫ জন ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গাউসুল আজম পাটোয়ারী বলেন এসএসসি, এসএসসি ভোকেশনাল ও দাখিল এবং ভোকেশনাল পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশের সম্পূর্ণ হওয়ার জন্য ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরীক্ষার পরিবেশ ও শান্তিপূর্ণ হওয়ার লক্ষ্যে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ৯ এপ্রিল ২০২৫