মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন চাঁদপুর- ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল। পরিদর্শন শেষে প্রধান অতিথির বক্তব্যে এমপি রুহুল বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ অসম্প্রদায়িক চেতনাকে লালন করে বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার আমলে শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় উৎসব পালন করতে পারছে।
তিনি আরো বলেন, ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার রাষ্ট্র সবার। এই চেতনাকে নিয়ে আমরা এগিয়ে চলছি। একমাত্র আওয়ামী লীগ সরকারের আমলে সনাতন ধর্মাবলম্বীরা শান্তিতে সুশৃংখল ভাবে তাদের প্রতিটি উৎসব পালন করতে পারে। আর কয়েকদিন পরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে সাম্প্রদায়িক শক্তি আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে। সেই অপশক্তির বিরুদ্ধে সজাগ থাকতে মন্দির কমিটির সহ ও দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় মতলব বাজার শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দিরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। দুর্গোৎসব কমিটির সভাপতি বিজয় বণিকের সভাপত্বিতে ও গনেশ ভৌমিকের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ,সহকারী কমিশনার ভুমি তাসনিম আক্তার, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ রিপন বালা, মতলব উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দির কমিটির সভাপতি শংকর রাও নাগ, সহ-সভাপতি প্রফেসর নারায়ন সাহা, সাধারণ সম্পাদক চন্দন সাহা,মতলব পৌরসভার প্যানেল মেয়র মামুন চৌধুরী বুলবুল। এসময় উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মতলব দক্ষিণ উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাদল নন্দী, শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দির কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুকুমার ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক হানিফ চৌধুরী, আওয়ামী নেতা খুকু চৌধুরী, রতোন সরকার, শোভন সরকার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাওছার আলম পান্না, সাবেক মহিলা কাউন্সিল দিনারা আক্তার বিপ্লবী, সংরক্ষিত মহিলা কাউন্সিল আইরিন আক্তার মাইরিন, শারদীয় দুর্গোৎসব উদযাপন কমিটির সহ-সভাপতি লিটন সাহা, উত্তম সরকার, সহদেব দাস, সাংবাদিক সমীর ভট্টাচার্য, বাসুদেব সাহা, সাধারণ সম্পাদক শংকর সাহাসহ বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় নেতৃবৃন্দ। পরে তিনি ব্যক্তিগত তহবিল হতে সবকটি পূজামন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন। এর পূর্বে তিনি বরদিয়া কেদারেশ্বর চক্রবর্তী বাড়ী পূজামন্ডপ,কলাদী হরিসভা পূজা মন্ডপসহ বেশ কয়েকটি মন্ডপ পরিদর্শন করেন।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২৩ অক্টোবর ২০২৩