মতলব দক্ষিণে এমপি মায়ার সাথে সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময়

চাঁদপুর-২ আসনের (মতলব উত্তর-দক্ষিণ) সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এর সাথে মতলব দক্ষিণ উপজেলার কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ মতবিনিময় করছেন ।
১৬ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল চারটায় সাংসদের মতলব শহরের কলাদীর বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি বলেন, মতলব প্রেসক্লাবে ভবন নির্মাণে আমার সহযোগিতা থাকবে। ভবনের কাজটি দ্রæত সময়ে শুরু করার চেষ্টা করবো। এ সময় তিনি পৌরসভার মেয়রকে ভবনের নকশা ও অর্থ সংস্থানের বিষয়ে নির্দেশনা দেন।

মতলব প্রেসক্লাবের সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা, পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন।

এ সময় ওসি রিপন বালা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আসমা আক্তার, পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকারসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে প্রেসক্লাবের নব- নির্বাচিত সভাপতি রোকনুজ্জামান রোকন ও সাধারণ সম্পাদক কামাল হোসেন দেওয়ানের নেতৃত্বে প্রধান অতিথি মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক,১৬ ফেব্রুয়ারি ২০২৪

Share