মতলব দক্ষিণে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ

বাড়িভাড়া বাবদ ভাতা মূল বেতনের পাঁচ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাক্ষাণ করে শিক্ষক-কর্মচারীরা দাবী বাস্তবায়নের লক্ষে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এমপিওভুক্ত শিক্ষক পরিষদ মতলব দক্ষিণ উপজেলা শাখা।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে মতলব রিক্সা স্ট্যান্ডের এনএমএন টাওয়ারের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবের কাছে পাঠানো অর্থ মন্ত্রণালয়ের চিঠির সিদ্ধান্ত প্রত্যাহার করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষক নেতারা।

আন্দোলনকারী শিক্ষকরা আরো বলেন, বাড়িভাড়াসহ তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত সব কর্মসূচি অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, ২০ শতাংশ বাড়িভাড়া, ১ হাজার ৫০০ টাকা মেডিক্যাল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপণের দাবিতে আমাদের এ আন্দোলন। এসময় এমপিও ভুক্ত শিক্ষক পরিষদ মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি ও মতলবগন্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ শাহআলমের সভাপতিত্বে ও এমপিও ভুক্ত শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটির যিগ্ম আহবায়ক কেএম ফয়েজুল আলমের পরিচালনায় সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল। এসময় উপস্থিত ছিলেন কার্যকরী কমিটির সদস্য মুন্সীরহাট কলেজের প্রভাষক মোঃ জসিম উদ্দিন, সদস্য নারায়ণপুর ডিগ্রি কলেজের প্রভাষক মুক্তার হোসেন,দিঘলদী এম এ ছাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম খান, সংগঠনের সহ সাধারণ সম্পাদক আলী আক্কাছসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
২০ অক্টোবর ২০২৫