Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব দক্ষিণে এক দিনে ১১ চিকিৎসকের যোগদান
matlab-health

মতলব দক্ষিণে এক দিনে ১১ চিকিৎসকের যোগদান

চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা কর্মকর্তার (সহকারী সার্জন) শূন্য পদে এক দিনে ১১ জন চিকিৎসক যোগদান করেন। বুধবার(১৮ ডিসেম্বর) তাঁরা ওই স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যালয় সূত্রে জানা গেছে, ৫০ শয্যার ওই স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন ক্যাটাগরির চিকিৎসা কর্মকর্তার মোট পদ ২৯টি। গত এক থেকে পাঁচ বছর ধরে ওই ১১ পদসহ চিকিৎসা কর্মকর্তার ১৬টি পদ শূন্য।

বুধবার সহকারী সার্জনের শূন্য পদে ১১ জন প্রায় একই সময়ে যোগদান করেন। তবে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে এখনও জুনিয়র কনসালটেন্টের পাঁচটি পদ খালি রয়েছে।

সূত্রটি আরও জানায়, সদ্য যোগদানকারী চিকিৎসকেরা হলেন ফিরোজ আহমেদ প্রোপেন, গোলাম কিবরিয়া চৌধুরী,মো. নঈমুল ইসলাম রাজিব, সাবিনা জান্নাত, কল্লোল চন্দ্র রায়, নেছার আহম্মেদ, মাহবুবুর রহমান, নিগার সুলতানা, বোরহান উদ্দিন, মেহেলীনা হোসেন ও জাব্বার আলী।

এসব চিকিৎসা কর্মকর্তার বাড়ি মতলব দক্ষিণ ও মতলব উত্তর উপজেলার বিভিন্ন এলাকায়। বিগত বিশেষ বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাঁরা চাকরিতে যোগদান করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সটিতে যোগদানকারী ফিরোজ আহমেদ প্রোপেন বলেন,নিজের এলাকার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক হিসেবে যোগদান করতে পেরে তাঁর খুব ভালো লাগছে। যথাযথভাবে এলাকাবাসীকে চিকিৎসা ও সেবা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম মাহাবুবুর রহমান বলেন,তাঁর স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে চিকিৎসা কর্মকর্তার এসব পদ খালি ছিল। এখন এসব পদ পূরণ হওয়ায় আরও ভালোভাবে রোগীদের চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হবে। জুনিয়র কনসালটেন্টের পাঁচটি পদে লোক দেওয়ার জন্যও সিভিল সার্জন কার্যালয় ও স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে।

প্রতিবেদক:মাহফুজ মল্লিক