Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব দক্ষিণে উপজেলা ও পৌর বিএনপির বর্ষবরণ পালিত

মতলব দক্ষিণে উপজেলা ও পৌর বিএনপির বর্ষবরণ পালিত

মতলব দক্ষিণ উপজেলা ও মতলব পৌর বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বর্ষবরণ ১৪৩২ বাংলা পালিত হয়েছে। বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৪ এপ্রিল) বেলা এগারোটায় মতলব রিক্সা স্ট্যান্ড থেকে বাংলা নববর্ষ উপলক্ষে আনন্দ শোভাযাত্রাটি নের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে শেষ হয়। মতলব পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ সাহেব আহমেদের সরকারের সভাপতিত্বে ও মতলব পৌর যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন আপনার দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলাম সাগর,উপজেলা যুবদলের আহবায়ক মুজাহিদুল ইসলাম কিরণ, উপজেলা কৃষকদলের সম্পাদক আমির খসরু প্রধান, মতলব সরকারি ডিগ্রী কলেজ ছাত্রছাত্রী সংসদের সাবেক ভিপি জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিলান হোসেন মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির উদ্দিন মিয়াজী, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মিরাজ মাহমুদ জিসান, মতলব পৌর ৬ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি কামরুল হাসান লিটন, উপাধি উত্তর ইউনিয়ন ছাত্রদল নেতা মানিক প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বাংলা নববর্ষের চেয়ে বড় কোনো সর্বজনীন উৎসব দেশে আর নেই। এ কারণে মানুষে মানুষে মহাপ্রাণের মিলন ঘটানোর বর্ষবরণের এই উৎসব গভীর তাৎপর্যময় হয়ে আছে আমাদের জীবনে। ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারের পতনের পর এবার নতুন পরিবেশে বর্ষবরণ উৎসব বিশেষ মাত্রা পেয়েছে।

প্রতিবেদক:মাহফুজ মল্লিক, ১৪ এপ্রিল ২০২৫