চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব শাহী জামে মসজিদ সংলগ্ন ইষ্টান প্লাজায় নিশা ফ্যাশন প্রোঃ এস, এম রবিউল হাসান ( হিরন) এর কাপড়ের দোকান আগুনে ভস্মীভূত হয়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান দোকান মালিক হিরন।
তিনি জানান, আমি শুক্রবার দোকানদারী করে বাড়ি চলে যাই, শনিবার( ৭ মে) ভোর আনুমানিক ৬টার দিকে খবর পেলাম আমার দোকানে আগুন লেগেছে। মানুষ জন আগুন নিভানোর চেষ্টা করছে এবং কি ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
দোকান মালিক হিরন বলেন আমার দোকান পুড়ে প্রায় ১০ লক্ষ্য টাকা ক্ষতি হয়েছে, আমার সর্বস্ব শেষ। আমি ক্ষতি পুরন পাওয়ার জন্য সরকারের কাছে দাবি জানাই।
মতলব দক্ষিণ ফায়ার ব্রিগেড সার্বিসের ইনচার্জ আসাদুজ্জামান জানান, আমরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। আগুনের সূত্র পাত বিষয়ে জানতে চাইলে তিনি বলেন বিদ্যাুতের সর্ট সার্কিটের কারনে আগুন লেগেছে আমাদের ধারনা। তিনি আরও বলেন জন সাধারণ ও ব্যবসায়ীদের সহযোগিতা করার কারনে আগুন নিভাতে সক্ষম হয়েছি ।
নিজস্ব প্রতিবেদক, ৭ মে ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur