মতলব দক্ষিণে ইদারায়ে মাদারিসে কাওমিয়্যাহ জলসা ও দোয়া

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ইদরায়ে মাদারিসে কাওমিয়্যাহ এর জলসা,দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ১৮ অক্টোবর সকাল ১০টায় মতলব দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ইদারায়ে মাদারিসে কাওমিয়্যাহ মতলব এর জলসা ও দোয়ার মাহফিলে সংগঠনের সভাপতি ও মতলব বাজার শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি গোলাম সারওয়ার ফরিদীর সভাপতিত্বে ও সেক্রেটারী মুফতি আরিফ বিল্লাহ কাসেমীর পরিচালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন। বক্তব্যের শুরুতেই আয়োজক কমিটিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এসব ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হলে ইসলাম সম্পর্কে অনেক কিছু জানা ও শেখা যায়। শুধু ৫ ওয়াক্ত নামাজ আদায় করলেই ইবাদত শেষ হয়ে যায় না। নামাজ হচ্ছে সর্ব শ্রেষ্ঠ ইবাদত। নামাজের পাশাপাশি বহু ইবাদত পালন করতে হয়, সেটি আমরা করিনা।তাই আজকের এ সুন্দর আয়োজনে এসে অজানা অনেক কিছুই জানতে পেরেছি। ইনশাআল্লাহ আমরা তা পালন করার চেষ্টা করবো।

বক্তব্যে তিনি বলেন, উপজেলায় ১৪টি কওমি মাদ্রাসায় মেধা যাচাইয়ে বিভিন্ন ক্যাটাগরির মোট ৪৩ জন শিক্ষার্থী বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন। আর এ ধারা যেন অব্যাহত থাকে।তিনি শিক্ষার মান উন্নয়নে উপজেলার পক্ষ থেকে সকল মাদ্রাসার সকল ধরনের সহযোগীতার আশ্বাস দিয়েছেন। যখন যেকোন প্রয়োজন আপনার আসবেন আমার সাধ্যমত সহযোগিতা করবো। আলোচনা শেষে তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন, ঢাকার মোহাম্মদপুর জামিয়া রাহমানিয়া আজিজিয়া মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা হিফজুর রহমান দা,বা। এছাড়া অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন উজানী জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহবুবে এলাহী দা:বা:। শিক্ষা সচীব ও গৌরিপুর জামিয়া আরাবিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা শায়খুল হাদিস মাওলানা মাহমুদুল হাসান। মনিগাঁও জামিয়া কুরআনিয়া ইব্রাহিমিয়া ফয়জুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা নাছিমুর রহমান। মুন্সীর হাট জামিয়া ইসলামিয়া রিয়াজুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল হান্নান। মমরুজকান্দী জামিয়া সুলতানীয়া মাদ্রাসার মুহতামিম মুফতি জয়নাল আবেদিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নপুর বাজার মাদানিয়া রেস্তোরা এন্ড সুইটসের স্বত্বাধিকারী হাফেজ মাওলানা শরিফুল ইসলাম। মতলব দক্ষিণ ইমাম ওলামা ঐক্য পরিষদ সেক্রেটারী হাফেজ আশিকুর রহমান জিসান।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা হিফজুর রহমান দা:বা: এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথি বৃন্দ ইলেক্টনিক্স ও প্রিন্ট মিডিয়া প্রমূখ।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
১৮ অক্টোবর ২০২৫