মতলবগঞ্জ জেবি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গত ১৯ ডিসেম্বর রাতে আপন দুলাল নাটক মঞ্চস্থ হয়েছে।
বসুন্ধরা নাট্যগোষ্ঠির আয়োজনে সাংবাদিক লোকমান হোসেন হাবিবের সভাপতিত্বে ও উপজেলা উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক হোসাইন মোহাম্মদ কচির পরিচালনায় নাটকপূর্ব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা যুবলীগের আহবায়ক মো. জহির সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, মতলব পৌরসভার প্যানেল মেয়র আবুল বাশার পারভেজ, ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব ওয়াহিদুজ্জামান মৃধা, আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন বাবুল, পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আহিজুল মুন্সি।
নাটকটি উদ্বোধন করেন মতলব পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর রোটা. কিশোর কুমার ঘোষ।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন, রোস্তম সরদার (রাজা), হাবিব উল্ল্যাহ পাটোয়ারী (মন্ত্রী), রহমত আলী (সেনাপতি), অজিত সরকার (মাস্টার), পারভেজ দেওয়ান (হেকমত আলী), শফিকুল ইসলাম মানিক (দেবতা), আবদুর রাজ্জাক (দেবতা), শহিদুল্লাহ (আপন), আলামিন (দুলাল), তুহিন (সওদাগড়), মজিবুর রহমান (মনিবর), গিয়াস উদ্দিন (প্রহরী)। নাটকটি পরিচালনা করেন সাংবাদিক লোকমান হোসেন হাবিব এবং রচনায় হিরেন্দ্র কৃষ্ণ দাস।
মাহফুজ মল্লিক
: আপডেট, বাংলাদেশ সময় ১১:০০ পিএম, ২০ ডিসেম্বর ২০১৭, বুধবার
ডিএইচ