চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের উদ্যেগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
২৮ এপ্রিল শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন সাংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল।
এ সময় বক্তব্য রাখেন আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি দেওয়ান রেজাউল করিম,৩ নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মজ্ঞুর হোসেন রিপন , কচিকাচা প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল প্রমুখ ।
এ সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজল ভট্টাচার্য, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন,উপাদী দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম মামুন মৃধাসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা ।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মুফতি মাওলনা মোঃ মোরশেদ আলম সিরাজী।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২৯ এপ্রিল ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur