মতলব দক্ষিণে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেককাটা ও আলোচনাসভার মধ্যে দিয়ে মতলব দক্ষিণেন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ২৩জুন সকাল ১০টায় মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ। এ সময় প্রধান অতিথি দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান এবং দলের ইতিহাস-ঐতিহ্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা কাজল ভট্টচার্য, উপজেলা আওয়ামী লীগ নেতা প্রকৌশলী ফারুক বিন জামান, এমএ আজিজ বাবুল, কিশোর কুমার ঘোষ, কমল পোদ্দার, পারভেজ চৌধুরী হানিফ, প্রভাষক জসিম উদ্দিন, ফারুক আহমেদ বাদল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু, পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সুকুমার ঘোষ, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক বাদল নন্দী, উত্তম ঘোষ, আল-এমরান চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জেলা স্বেচ্ছাসেবক লীগের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক শ্যামল চন্দ্র দাস, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াদুল আলম রিয়াদ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহফুজ সরকার, আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন বাবুল, আনোয়ার সরকার, পৌর কৃষক লীগের আহ্বায়ক গোলাম হায়দার মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২৩ জুন ২০২৩

Share