চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অবৈধ যানবাহনের ওপর ৪ হাজার ২ শ টাকার অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৪ আগস্ট) বিকেলে মতলব-চাঁদপুর আঞ্চলিক সড়কের ঢাকিরগাঁও মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় ১০ গাড়ি চালককে ৪ হাজার ২ শত টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল ইসলাম।
অর্থদন্ড পাওয়া গাড়ি চালকরা হচ্ছেÑ চাঁদপুর সদরের হাবিব হাওলাদারকে ৫ শত টাকা, মো. সাফিকে ২ শত টাকা, দেলোয়ার হোসেনকে ৩ শত টাকা, জসিম উদ্দিনকে ৫ শত টাকা, মতলব দক্ষিণ উপজেলা সদরের সাইফুল ইসলামকে ৪ শত টাকা, মো. আক্তারকে ৫ শত টাকা, মতলব উত্তরের মো. সোহেলকে ৫ শত টাকা, ঢাকার মো. সাগর ও সাফিউল আলমকে ৫ শত টাকা টাকা করে ও লক্ষ্মীপুরের মোর্শেদ হোসেনকে ৩ শত টাকা করে অর্থদন্ড দেওয়া হয়।
ইউএনও শহিদুল ইসলাম জানান, ‘দন্ডপ্রাপ্ত ১০ চালকের গাড়ি এবং গাড়ি চালানোর অনুমতিপত্র (লাইসেন্স), যোগ্যতা সনদপত্র ও অন্যান্য বৈধ কাগজপত্র না থাকার অপরাধে তাদের এই দন্ড দেয়া হয়’
মতলব দক্ষিণ করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ২:০০ এএম, ২৫ আগস্ট ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ