চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় টার দিকে ৩টি অবৈধ ইটভাটায় অভিযান চালায় জেলা প্রশাসন।
উপজেলার বাইশপুর এলাকার স্ট্যান্ডার্ড ব্রিকস, মেসার্স শাহ পরান ব্রিক ও মেসার্স সিএসবি ব্রিকস এ অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ( ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্র্যাট মোঃ জাকারিয়া হোসেন,জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ হান্নান ও পরিচালক শারমিন আহমেদ লিয়ার নেতৃত্ব এ অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা গেছে,ইট প্রস্তুত ও ভাটা স্থাপন ( নিয়ন্ত্রণ) ২০১৩ ( সংশোধিত ) ২০১৯ এর ৫(১) ও ৫(২) লংঘন করে ইটভাটা পরিচালনা করার তিনটি ইট ভাটার মালিককে ২ লক্ষ টাকা করে মোট ৬ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। ইটভাটা গুলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তায় পানি দিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। অভিযানে আইন-শৃংখলা রক্ষার্থে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ ফোর্স সহায়তা করেন।জরিমানা আদায়ের পাশাপাশি ওই ইট ভাটা গুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, অবৈধভাবে ইটভাটা গুলো পরিচালনা করার কারণে ওই তিনটি ইটভাটাকে ছয় লক্ষ টাকা জরিমানা ও ইটভাটা গুলো বন্ধ করে দেওয়া হয়েছে।অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিধান অব্যাহত থাকবে।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ৭ ফেব্রুয়ারি ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur