মতলব দক্ষিণে অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের নওগাঁও গ্রামে আজ বিকেলে দিকে অগ্নিকাণ্ডে মোল্লা বাড়ীর ২টি বসত ঘর, ১টি দোচালা ঘর, ১টি রান্না ঘর, ১টি গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে গেছে। মাথা গোজা বার ঠাই নেই পরিবারের। পরনের বস্ত্র ছাড়া সবকিছুই ভয়াবহ আগুনে পুড়ে যায়।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার বিকালে ওই গ্রামের মোল্লাবাড়ির বিল্লাল মোল্লার রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে বসত ঘরে আগুন ছড়িয়ে পড়ে।

এলাকায় জানাজানি হলে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিভানোর চেষ্টা চালায়, কিন্তু আগুনের তীব্রতায় ব্যর্থ হয়। এদিকে খবর পেয়ে মতলব দক্ষিণ উপজেলার ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসে।

মতলব ফায়ার সার্ভিস কর্মকর্তা আসাদুজ্জামান নূর জানান, আগুনের তীব্রতার কারণে মানুষ এগিয়ে যাওয়ার মত পরিস্থিতি ছিলো না। খবর পেয়ে মতলব ফায়ার সার্ভিস এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রায় ৬ থেকে ৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ধারণা করা যায়।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২৬ ফেব্রুয়ারি ২০২৩

Share