Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব দক্ষিণের সব ক’টিতে নৌকার বিজয়
মতলব দক্ষিণের সব ক’টিতে নৌকার বিজয়

মতলব দক্ষিণের সব ক’টিতে নৌকার বিজয়

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৬ টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৪টিতে নির্বাচন হয়েছে। এতে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা বিজয় লাভ করেছে।

এর মধ্যে নায়েরগাঁও উত্তর ইউনিয়নে মো. মিজানুর রহামন সেলিম (নৌকা) ৪৫৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী মো. আব্দুল মান্নান সরকার (ধানের শীষ) পেয়েছেন ৩০১০ ভোট।

নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুস সালাম (আল-মামুন) প্রতীক নৌকা ৫৩২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী আব্দুল মজিদ তালুকদার (ধানের শীষ) পেয়েছেন ৪৭৯৪ ভোট।

উপাদী উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মো শহীদ উল্লাহ প্রধান প্রতীক নৌকা ৯২৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল কাইয়ুম খান (আনারস) পেয়েছেন ৩০৩৬ ভোট।

উপাদী দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মো. গোলাম মোস্তফা (নৌকা) ৮২০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী বিএনপির মো. মিজানুর রহমান পাটোয়ারী (ধানের শীষ) পেয়েছেন ২৫১০ ভোট।

মাজহারুল ইসলাম অনিক[/author]

Leave a Reply