মতলব দক্ষিণ

মতলব-ঢাকা রুটে চলছে বিআরটিসি এসি বাস

বৃহষ্পতিবার (৫ জুলাই) মতলব থেকে ঢাকা ও ঢাকা থেকে মতলবের উদ্দেশ্যে বিআরটিসি (এসি) বাস চালু হচ্ছে। মতলব বাইপাস সড়কের পানির টাংকির নিকট থেকে প্রতিদিন সকাল ৭টায় প্রথম এবং রাত ৭টায় সর্বশেষ বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রি নিয়ে রওনা করবে।

এরমধ্যে নারায়ণপুর ও নায়েরগাঁও বাজার থেকে যাত্রী উঠানামা করবে। প্রতি আধা ঘন্টা পর পর মতলব থেকে ঢাকার উদ্দেশ্যে বিআরটিসি বাস ছেড়ে যাবে এবং গুলিস্থান কাউন্টারের নিকটে পৌছাবে।

অপরদিকে ঢাকা গুলিস্থান থেকে প্রতিদিন সকাল ৭টা ৩০মিনিটে প্রথম এবং রাত ৭টা ৩০মিনিটে সর্বশেষ বাস মতলবের উদ্দেশ্যে ছেড়ে আসবে।

বাসের টিকেটের মুল্য জন প্রতি ২২০টাকা। বিআরটিসি বাসের মতলবের পরিচালক রনি সরকার ও মাহাবুব আলম রাসেল বলেন, বিআরটিসি বাস পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে। দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) এমপির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্ভোধন করা হবে।

প্রতিবেদক : মাহফুজ মল্লিক

Share