মতলব ডি ইউ ইসলামিয়া মাদ্রাসার অভিভাবক সমাবেশ

মতলব দক্ষিণ উপজেলা সদরের মতলব দারুল উলুম (ডি,ইউ) ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় মাদ্রাসা অডিটোরিয়ামে হাজী সফর আলী ফাউন্ডেশন কর্তৃক বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা মুফতি মুহাম্মদ আলাউদ্দিন মিয়া।

এসময় তিনি বলেন, এ প্রতিষ্টানের লেখাপড়ার মান অনেক ভালো, এ মান ধরে রাখতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং আপনাদের সহযোগিতা করতে হবে।

এ প্রতিষ্টান ব্যবসার জন্য নয় বরং এলাকায় দ্বীনি তৎপরতা বৃদ্ধি করে সকলের কল্যাণে কাজ করে মহান আল্লাহ,র সন্তুষ্টি অজর্জনই উদ্দেশ্য।তিনি আরো বলেন, দ্বীনি শিক্ষা গ্রহন ও একজন আদর্শ মানুষ হিসেবে সন্তানদেরকে গড়ে তোলার জন্য মাদ্রাসায় ভর্তি করার আহবান জানানশিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের পারস্পরিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে মাদ্রাসার পাঠ উন্নয়ন সম্ভব হবে।

এসময় বক্তব্য রাখেন মাদ্রাসার উপাধ্যক্ষ মোঃ জিয়াউল হক। এছাড়াও কয়েকজন অভিভাবকগণ বক্তব্য প্রদান করেন।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১৫ জানুয়ারি ২০২৪

Share