Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব ডিগ্রি কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মতলব ডিগ্রি কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মতলব ডিগ্রি কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী মতলব ডিগ্রি কলেজের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। ১৯৬৪ সালের (১ আগষ্ট) এ দিনে প্রতিষ্ঠা লাভ করেছিলো মতলব ডিগ্রি কলেজ।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মতলব ডিগ্রি কলেজ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির উদ্যোগে বুধবার (১ আগষ্ট) বেলা ১১ টায় একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিন করে কলেজ অডিটরিয়ামে এসে আলোচনায় মিলিত হয়।

র‌্যালি পরবর্তী আলোচনা সভায় মতলব ডিগ্রি কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির সদস্য সচিব এসএম সেলিমের সভাপতিত্বে ও সমিতির সদস্য ফারুক বিন-জামানের পরিচালনায় উদ্বোধনী বক্তব্য রাখের অত্র কলেজ গভর্নিং বডির সভাপতি এ্যাডভোকেট রুহুল আমিন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র কলেজের প্রাক্তন ছাত্র মেজর (অব) এম আবুল বাশার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আল আজাদ, ফরিদগঞ্জ ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ রুহুল আমিন খান।

অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজ গভর্নিং বডির সদস্য দেওয়ান রেজাউল করিম, সমিতির উপদেষ্টা লিয়াকত আলী প্রধান, মতলব ডিগ্রি কলেজের সাবেক জিএস হানিফ পাটোয়ারী, সাবেক জিএস একে আজাদ, প্রাক্তন ছাত্র ও মুন্সিরহাট কলেজের প্রভাষক মোঃ জসিম উদ্দিন, প্রাক্তন ছাত্র ও মতলব প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার সেলিম,

প্রাক্তন ছাত্র ও মতলব ডিগ্রি কলেজের প্রভাষক মোশারফ হোসেন, প্রাক্তন ছাত্র ও প্রভাষক আইনুন নাহার কাদ্রী, প্রাক্তন ছাত্র জোতিষ্টির চন্দ্র শীল, শিক্ষার্থী আল আমিন প্রধান, আফসান চৌধুরী রনি, মোঃ মোস্তফা তানভীর, হাবিবা আক্তার, আনোয়ার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন কলেজের ধর্মীয় শিক্ষক মোঃ জাকির হোসেন এবং গীতা পাঠ করেন প্রভাষক কৃপা রানী পাল।

পরে মতলব ডিগ্রি কলেজের শিক্ষার্থী ২০১৮ সালের এইচএসসি পরীক্ষায় মতলব দক্ষিণ উপজেলার মধ্যে একমাত্র জিপিএ-৫ প্রাপ্ত মুন্নি আক্তার রুমাকে মতলব ডিগ্রি কলেজ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির পক্ষ থেকে বৃত্তি প্রদান করা হয়।

কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী র‌্যালি ও আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মতলব ডিগ্রি কলেজ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির সদস্য কামাল আহমেদ, ফখরুল ইসলাম, এমএ আজিজ বাবুল, শফিকুল ইসলাম সাগর, প্রভাষক জিএম হাবিব খান, শোয়েব আহমেদ সরকার, ডা. শোয়েব আহমেদ, মোজাম্মেল হক খোকন, আনিছুর রহমান সুরুজ, জহিরুল ইসলাম আলেক, ফারুক আহমেদ বাদল,

সাইফুল ইসলাম টিপু, মোফাজ্জল হোসেন, আমির খসরু, ভিপি জাকির, হারুন সরকার, ইকবাল সরকার, মজিবুর রহমান সরকার, রিপন পাটোয়ারী, গোলাম মোস্তফা, মতলব প্রেস ক্লাবের সেক্রেটারী শ্যামল চন্দ্র দাস, সমিতির সদস্য মাহফুজ মল্লিক, আবু তাহের মিয়াজী, মিরান হোসেন মিয়াজী, নাছির প্রধান, নবীর হোসেন, কাজী রোমানসহ কলেজের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।

প্রতিবেদক : মাহফুজ মল্লিক

Leave a Reply